আদালতের আদেশ অমান্য
মুন্সীগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা
প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৪:২৮ | আপডেট: ০৮ মে ২০২৫, ১৪:৩৬

আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবদমান জায়গায় গাছ কর্তন ও মাটি ভরাটের কাজ করে প্রতিপক্ষ। এ ঘটনা মুন্সীগঞ্জ সদর উপজেলার জোড়ারদেউল গ্রামে সংঘটিত হয়। এ ব্যাপারে মঙ্গলবার ৬ মে ক্ষতিগ্রস্থ পক্ষ সদর থানায় সাধারণ ডায়রি করেছে।
সোমবার ঘটনার দিন সরেজমিনে দেখা যায়, মামলার বিবাদি পক্ষের লোকজন বাড়ির পশ্চিম পাশে একটি ডোবায় আড়গোড়া দিয়ে মাটি ভরাট করছে।
পরদিন বিবদমান জায়গায় প্রতিপক্ষ গাছ কেটে ফেলার অভিযাগ পাওয়া যায়। এ নিয়ে ক্ষতিগ্রস্ত পক্ষে মো: শাহাবুদ্দিন মোল্লা সদর থানায় সাধারণ ডায়রি করেছেন, যার ডায়রি নং ৪৬১ তাং ৬/৫/২৫।
জানাগেছে, বিবদমান মামলা সম্পত্তি নিয়ে ২০২৯ সালে মো: নিজামউদ্দিন মোল্লা গং মুন্সীগঞ্জ যগ্ম জেলা জজ ১ম আদালতে বিল্লাল হোসেন মোল্লা গংকে বিবাদী করে বন্টন মামলা করেন। উভয় পক্ষই একই গোষ্ঠীর আত্মীয় স্বজন।
এদিকে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ৮ এপ্রিল আদালত আগামী ধার্য তারিখ ২৫ জুলাই ( শুক্রবার ) পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। সেই আদেশ অমান্য করে বিল্লাল হোসেনের লোকজন সোমবার (৫ মে ) ডোবায় মাটি ভরাট ও পরের দিন মঙ্গলবার সকালে পাশের জায়গায় ৪ টি মেহগনি গাছ কেটে ফেলে। দখল নিয়ে ইতিপূর্বে ঘর ভাংচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষ কোর্টে ফৌজদারি মামলা দায়ের করে, যা পরে থানায় এফ. আই. আর. হিসেবে গৃহিত হয়। উভয়ের মামলা আদালতে চলমান আছে।
এ ব্যাপারে বাদীপক্ষের নিজামউদ্দিন বলেন, আমরা অসহায় হয়ে পড়েছি। ইতিপূর্বে জোর করে জায়গা দখল করতে চাইলে বাধা দেই। বাধা দিলে আমাকে কুপিয়ে আহত করে। প্রভাবশালী লোক ওদের পেছনে রয়েছে। তাই আদালতের নিষেধাজ্ঞা মানছে না তারা, জোর করে ডোবায় মাটি ভরাট করছে, ৪ টি মেহগনি গাছ কেটে ফেলছে।
প্রতিপক্ষের সালাউদ্দিন বলেন, আমরা যখনই আমাদের জায়গায় কাজ করতে যাই তখনই তারা বাধা দেয়। এ ব্যাপারে সালিশ বৈঠক হয়েছে, জায়গা ভাগ করে সীমান নির্ধারণ করে দিয়েছে। কিন্তু তারা সালিশ সিদ্ধান্ত কথা শুনে না।
সদর থানার ওসি এ এম সাইফুল আলম জানান, একটা জিডি হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।