ভূঞাপুরে ইসলামী আন্দোলনের কমিটি গঠন

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৪:৫৮ | আপডেট: ০৮ মে ২০২৫, ১৫:৫১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মুফতি আসাদুজ্জামান শামীম

টাঙ্গাইলের ভূঞাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভূঞাপুর  উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মে স্থানীয় ফ্রেন্ডস কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের সরাসরি ভোটে সভাপতি পদে মুফতি আসাদুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা মনোয়ার হোসেন নির্বাচিত হন। পরে উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কাউন্সিলে মাওলানা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আখিনুর মিয়া।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাাইল জেলা শাখার সদস্য হাফেজ মাওলানা রেজাউল করিম, জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ ভুঞাপুর শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুর , হাফেজ ক্বারী মুফতি ফাজলে রাব্বি ভ‚ঞাপুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করে হাফেজ মাওলানা মনোয়ার হোসেন।