নাটোরে আম-লিচু সংগ্রহ শুরু ১৫ মে 

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৬:০৫ | আপডেট: ০৮ মে ২০২৫, ১৬:৩৯

নাটোর প্রতিনিধি
নাটোরে আম-লিচু সংগ্রহ নিয়ে কৃষি বিভাগ ও আম চাষি-ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন: ছবি যায়যায়দিন

আগামী ১৫ মে থেকে নাটোরে শুরু হচ্ছে আম ও লিচু সংগ্রহ অভিযান।
এ দিন থেকে চাষি ও ব্যবসায়ীরা সব ধরনের পরিপক্ক গুটি আম এবং মোজাফফর জাতের লিচু গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক হয়।
সেই বৈঠক শেষে সাংবাদিকদের এ সব তথ্য জানান জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর জেলা জৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৫মে থেকে সব ধরনের গুটি জাতীয় আম পাড়া ও বাজারজাত শুরু হবে। 
এরপর থেকে আগামী ২৫ মে গোপালভোগ আম, ৩০ মে রাণী পছন্দ ও খিরসাপাত, লক্ষণভোগ ২ জুন, ১২ জুন ন্যাংড়া,  লক্ষণভোগ, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি, হাড়িভাঙ্গা ও মোহনভোগ পাড়া ও বাজারজাত করা যাবে।
এর পর আগামী ৪ জুলাই মল্লিকা, ১০ জুলাই বারি-৪, আশ্বিনা ২০ জুলাই এবং গৌরমতি আম আগামী ১০ আগষ্ট গাছ থেকে সংগহের
সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আগামী ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু ২৫ মে গাছ থেকে সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়।

সভায় আরও জানানো হয়, এ সময়ের আগে যদি কোনো জাতের আম পরিপক্ক হয় তাহলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক গাছ থেকে আম ও লিচু সংগ্রহ
করতে পারবেন।

যাযাদি/এল