ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় যৌথ অভিযান

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৬:৫৯

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ছোট বিশাকোল বাংলা বাজারে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি দুগ্ধ শীতলী করণ  সেন্টার থেকে ভেজাল দুধ তৈরীর উপকরণ জব্দ করেছে।

ঘটনার সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার (৬মে) দিবাগত রাত প্রায় ১০টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন থানা পুলিশের সহযোগিতায় উপর উল্লেখিত দুগ্ধশীতলী করণ সেন্টারে  অভিযান পরিচালনা করেন।

 অভিযানে 'এন কে ডেইরী ফার্ম' নামের দুগ্ধ শীতলী করণ সেন্টার থেকে ভোজাল দুগ্ধ উৎপাদনের উপকরণ হিসাবে  ১শ'৫৩লিটার বোতল সয়াবিন তেল,কস্টিক সোডা, চিনি ও লবণ জব্দ করেন।
ভাঙ্গুড়া উপজেলা আর্মি ক্যাম্পের তত্বোবধায়ক কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খান উপস্থিত গণমাধ্যম কর্মিদের  
জানিয়েছে,জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।