মানিকছড়িতে ৫দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৭:০১

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শেখানোর লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়িতে ৫ দিনব্যাপী সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের আয়োজন করে আল-মনির হস্তলিপি প্রশিক্ষণ একাডেমী। ডাইনছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া স্থানীয় শতাধিক মাদরাসার শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয় সনদপত্র ও পুরস্কার।

প্রশিক্ষনের সমাপনী দিন বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় মাদরাসা অডিটরিয়ামে মাদরাসার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, মাদরাসার সুপার মাওলানা কবির আহমেদ, আল-মনির হস্তলিপি প্রশিক্ষণ একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষণের আয়োজক মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবদুল মান্নান, বাটনাতলী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ ইমাম হোসাইন ও মাদরাসার সহকারী শিক্ষক নুরুল ইসলাম নাহিদ।

এসময় সুন্দর হাতের লেখার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, 'শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি সুন্দর হাতের লেখা জানাও জরুরী। এই প্রশিক্ষণের মাধ্যমে শতাধিক শিক্ষার্থী সুন্দর হাতের লেখা শেখার সুযোগ পেয়েছে। যা শিক্ষার্থীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে'।

বক্তব্যে প্রশিক্ষণের আয়োজক মনির হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ ও সুন্দর হাতের লেখা শেখাতে কাজ করছে 'আল-মনির হস্তলিপি একাডেমি’ ও ‘আল মনির ইংলিশ একডেমি’ নামে দুটি প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে ৫দিন ব্যাপী প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীদের হস্তলিপি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে'।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা। এর আগে সকাল সাড়ে ৮টায় প্রশিক্ষণের সমাপনী পরীক্ষা সম্পন্ন হয়।