লাকসামে এলজিইডি'র উদ্যোগে রোড সাইন স্থাপন

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৭:১৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার লাকসামে উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী রেলগেইট ও চাঁদপুর রেলগেইটে চারটি রোড সাইন স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) সকালে লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদানের উদ্যোগে স্থাপিত রোড সাইন কার্যক্রমে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন- উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম ও সার্ভেয়ার  জলিলুর রহমান।

এসময় উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ন। আমরা সংবাদপত্রের মাধ‍্যমে জানতে পেরেছি গত রমজান মাসে এখানে দূর্ঘটনা ঘটেছে। তাই ঈদকে সামনে রেখে এখানে কোন দূর্ঘটনা যাতে না হয় তাই রোড সাইন স্থাপন করেছি। 

ভবিষ্যতে যাতে এখানে কোন বড় ধরনের দূর্ঘটনা না ঘটতে পারে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবো। দূর্ঘটনা এডাতে এই মুহূর্তে এখানকার দুইটি রেলক্রসিংয়ে চারটি রোড সাইন স্থাপন করা হয়েছে। প্রয়োজনে অন‍্যান‍্য স্থানেও পরবর্তীতে রোড সাইন স্থাপন করা হবে।