প্রশাসনিক উদ্যোগে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন
নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চালু হলো নবজাতকের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র
প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৭:২৩

নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে এক নতুন মাইলফলক যুক্ত হলো। জেলা প্রশাসনের সরাসরি উদ্যোগে এবং অংশীজনদের দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, স্থানীয়ভাবে পরিচিত ভিক্টোরিয়া হাসপাতালে, চালু হলো চার শয্যা বিশিষ্ট Special Care Newborn Unit (SCANU)।
বুধবার সকালে স্থানীয় সেবাপ্রার্থীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রিম্যাচিউর শিশু, কম ওজন নিয়ে জন্মানো, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত নবজাতকদের জন্য নারায়ণগঞ্জে এতদিন কোনো বিশেষ পরিচর্যা ইউনিট ছিল না। ফলে জটিলতাপূর্ণ প্রসবের পর নবজাতকদের ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে চিকিৎসা করাতে হতো, যা অনেক সময়ই ছিল ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।
তথাপি সরকারের পক্ষ থেকে SCANU ইউনিট স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হলেও অবকাঠামোর অভাব এবং উদ্যোগের ঘাটতির কারণে ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেন জেলা প্রশাসক। তিনি নিজ উদ্যোগে অবকাঠামো নির্মাণসহ ইউনিট পরিচালনায় প্রয়োজনীয় জনবল সংস্থানের জন্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন।
ফলশ্রুতিতে, বহু প্রতীক্ষিত SCANU ইউনিট অবশেষে চালু হলো। এটি জেলার নবজাতক সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নবজাতকদের প্রাণরক্ষায় আধুনিক চিকিৎসা ও নিবিড় পরিচর্যার এ সুবিধা এখন জেলার ভেতরেই পাওয়া যাবে, যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি বড় পদক্ষেপ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সাধারণ মানুষের চাহিদা ও প্রয়োজনই প্রশাসনের মূল বিবেচ্য। নবজাতক চিকিৎসায় এ ইউনিট নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আজ তা পূরণ করতে পেরে আমি আনন্দিত।”
স্বাস্থ্যসেবার এ অগ্রগতিকে নারায়ণগঞ্জবাসী স্বাগত জানিয়েছে। জনসাধারণের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।