সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে ১৫৩জন আহতদের মাঝে চেক বিতরণ

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৭:৫২

সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে সরকার কর্তৃক আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

বুধবার বিকেলে জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আহতদের হাতে এ চেক তুলে দেন। 

এ সময় পুলিশ সুপার ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক সজীব সরকার, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ও আহতরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯৬জন আহত পরিবারকে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য উপজেলায় আরো ১৫৩জন আহত ব্যক্তিকে ১ লক্ষ টাকা করে মোট এককোটি ৫৩ লাখ টাকার অনুদান চেক প্রদান করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আহতদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সাহসিকতা  ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট পতন হয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আপনাদের আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তো সেটা ফেরত দিতে পারব না তবে সরকার ও জেলা প্রশাসন সুখে-দু:খে সবসময় জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের পাশে থাকবে-এটা প্রতিজ্ঞা করছি।