মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আদর্শ সমাজ ব্যবস্থায় পল্লী চিকিৎসকদের ভূমিকা

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৭:৫১ | আপডেট: ০৮ মে ২০২৫, ১৮:০৫

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
পল্লী চিকিৎসকদের মতবিনিময় ও আলোচনা সভা। ছবি: যায়যায়দিন

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আদর্শ সমাজ ব্যবস্থায় পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার দারুল ফালাহ আলিম মাদরাসা হলরুমে বাংলাদেশ পেশাজীবি পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি রজমজান আলী শাহ সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সার্জারি অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, দিনাজপুর পেশাজীবি  পরিষদের সাবেক সভাপতি আ স ম ইব্রাহীম,দিনাজপুর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মো. মাজেদুর রহমান, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রাশেদুল ইসলাম প্রমূখ।