মহেশখালী উপকূলে ৬ ফিশিং ট্রলার জব্দ, আটক ১০৩

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৯:৩৫

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
সমুদ্রসীমায় জব্দ করা ফিশিং ট্রলার ও ইলিশ মাছ: ছবি যায়যায়দিন

সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, টেকসই সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এ বছরও সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌ-যান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযানে নিয়োজিত রয়েছে। 
এ ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ গত বুধবার (৭ মে ) নিয়মিত টহল চলাকালীন গভীর রাতে বঙ্গোপসাগর কক্সবাজার (ভিজিডি-৩০) ছয়টি ফিশিং ট্রলার আটক করে। 

আটক ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে ১০৩ জন জেলেসহ ১৩ হাজার ৫০০ পিস ইলিশ, অন্যান্য প্রজাতির মাছ ৮৫ কেজি এবং ৪.৫৫ লক্ষ মিটার জাল জব্দ করা হয়।
এসবের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১৬ লাখ টাকার অধিক।

আটক জেলেরা ভোলা এবং হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।  
পরবর্তীতে জব্দ করা ইলিশ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর কাছে হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অপারেশন-২০২৫ বাস্তবায়নে নৌবাহিনী দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। 
চলমান এ অভিযানে নৌবাহিনী অদ্যাবধি প্রায় ১৫৭ কোটি, ৯৭ লাখ, ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেছে। 
সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষার পাশাপাশি দেশের মৎস্য সম্পদ এবং জীব বৈচিত্র্যে সমৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।

যাযাদি/এল