বাজিতপুরে ২০০ টাকার জন্য যুবক খুন, হত্যা মামলা দায়ের 

প্রকাশ | ০৮ মে ২০২৫, ২০:১২

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কচুয়াখলা দক্ষিণপাড়া গ্রামে অপূর্ব চন্দ্র দাস এর হত্যা মামলার আসামীকে পুলিশ ৪ দিনেও গ্রেফতার করতে পারেনি। এলাকার গ্রামবাসী নিরাপত্তহীনতায় ভোগছে বলে অভিযোগ উঠেছে। 

জানা যায়, ২ শত টাকা অপূর্ব চন্দ্র দাসের নিকট একই গ্রামের কেসব চন্দ্র দাস পায়। এই ঘটনায় জের ধরে গত শনিবার রাতে কেশব চন্দ্র দাসের নির্দেশে পিতা শেমল চন্দ্র দাসের ছেলে উজ্জল চন্দ্র দাস, নন্দলাল দাসের ছেলে গবিন্দ চন্দ্র দাস ও শেম লাল দাসের ছেলে শুভ চন্দ্র দাস চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে অপূর্ব চন্দ্র দাসকে গুরুত্বর জখম করে। 

পরদিন রাত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অপূর্ব চন্দ্র দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে একদল সাংবাদিক সরেজমিনে গেলে নিহত অপূর্বের পিতা বিশ^নাথ দাস তার বোন, মা সহ এলাকাবাসী জানান, একটি প্রভাবশালী মহলের লোকজন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকী দিয়ে আসছে বলে তাদের অভিযোগ। তারা আরো বলেন, তার ছেলে নিহত অপূর্ব চন্দ্র দাসকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবী করেন।