গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৫:০৩

গাংনী(মেহেরপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পিতার নাম তুহিন আলী। 

ইউপি মেম্বর মনিরুল জানান, হুজাইফা সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। অনেক্ষণ যাবত তার খোঁজ না পেয়ে তার পরিবারের লোকজন খোজা খুঁজি করতে থাকেন তারা। এক সময় পুকুরের পাশ দিয়ে যাবার সময় হুজাইফার মরদেহ দেখতে পাওয়া যায়।  ধারনা করা হচ্ছে- খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা গেছে। 

গাংনী থানার ডিউটি অফিসার জহুরুল ইসলাম জানান, শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।