রাজস্থলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৬:০১

রাজস্থলী প্রতিনিধি
রাজস্থলীতে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে মঞ্চে অতিথিবৃন্দ -যায়যায়দিন

দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটির রাজস্থলী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টা হতে  সাড়ে ১২টা পর্যন্ত  রাজস্থলী বাজার মিলনায়তন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রাজস্থলী উপজেলা শাখার আমীর মৌলনা ফরিদ আহম্মদ ।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার সেক্রেটারী মো. মনছুরুল হক। 

এসময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থে মেজরিটি নয়, মাইনরিটি নয়, সবাইকে ইউনিটি হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন।  বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের প্রাণের দাবী সুষ্ঠু ভোট দিতে ব্যর্থ হয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে। আমরা চাই সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে  রাঙ্গামাটি জেলার জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মোক্তারকে ভোট দেওয়ার জন্য  আহ্বান জানাচ্ছি।

রাজস্থলী উপজেলা আমীর মৌলনা ফরিদ আহম্মদের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রেজাউল করিমের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চন্দ্রঘোনা থানার জামায়াতের আমির আনাহাব বশির, কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, সহ সভাপতি ইলিয়াজ সওদাগর, কামাল সওদাগরসহ উপজেলা ইউনিয়নের নেতাকর্মী বক্তব্য রাখেন । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের উপদেষ্টা আকতারুল হক। কর্মী  সম্মেলনে রাজস্থলী উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম