পরানপুর ইউনিয়নে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ
প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৬:৩৩

নওগাঁর মান্দায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী ৩নং পরানপুর ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান। এ কার্যক্রম চলবে আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত। এ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের ১হাজার ৪২৫ জন নিম্নআয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে ।
৩৯০ টাকার প্যাকেজের এসব পণ্যের মধ্যে রয়েছে-২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মশুরের ডাল রয়েছে । বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্নআয়ের মানুষ।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, ট্যাগ অফিসার জুবায়ের আলম, ইউ’পি সদস্য প্রদীপ কুমার, সাদিয়া আফরিন, হাফিজুর রহমান মল্লিক, তাইজুল ইসলাম, ফরহাদ হোসেন, কামরুজ্জামান, হিসাব সহকারী, ইসমোতদ্দোহা জনি, উদ্যোক্তা রুবেল হোসেন প্রমূখ।
পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্নআয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
যাযাদি/ এসএম