ইন্দুরকানীতে উপজেলা আ.লীগ নেতা ও প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৭:৪০

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক কামরুল আহসান ইব্রাহীম এবং ইন্দুরকানী সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের যুবলীগ কর্মী রাসেল হাওলাদার।

কামরুল আহসান ভবানীপুর গ্রামের বারেক শিকদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই গ্রামের বারেক হাওলাদারের ছেলে। শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এক যুবলীগ কর্মীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম