আদমদীঘিতে সিয়াম ভাসমান ফিড মিলের উদ্বোধন
প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৮:১২

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন রোডে সিয়াম ভাসমান ফিড মিলের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বাদ জুম্মা এই ফিড মিলের ফিতা কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোয়া মাহফিল ও এক আলোচনা সভা সিয়াম ভাসমান ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, বিএনপি নেতা ফাহিম হোসেন খন্দকার, যুবদল নেতা জুয়েল হোসেন, আব্দুল আউয়াল খন্দকার প্রমুখ।
এই ভাসমান ফিড মিলে মাছের খাদ্য উৎপাদন ও বাজারজাত করা হলে এ উপজেলায় মাছের ভাসমান খাদ্যের চাহিদা পুরনের পাশাপশি দেশের বিভিন্ন অঞ্চলে মাছের ভাসমান খাদ্যের চাহিদা পুরনের আশা করছেন এই ফিড মিল মালিক কামরুল হাসান মধুর।
যাযাদি/ এসএম