আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে ছাত্র-জনতা বিক্ষোভ

প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৮:৫৪

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
ছবি: যায়যায়দিন

আওয়ামী লীগ নিষিদ্ধের একদফা দাবিতে মৌলভীবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ।

শুক্রবার দুপুর ২টা থেকে জেলা শহরের চৌমুহনা চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিকেল পর্যন্ত আন্দোলন চলতে থাকে। আন্দোলনে সাধারণ জনতার উপস্থিতি সতস্ফুর্ত দেখা যায়। এসময় জরুরি পরিবহন ছাড়া অন্যান্য পরিবহন বন্ধ ছিল।

বিক্ষোভকারী নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যেভাবে একদফা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, ঠিক তেমন আরেকটি একদফার ডাক দেওয়া হবে। আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

আন্দোলনে নেতৃত্বদেন সংস্কৃতিকর্মী শাহিন ইকবাল, শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিছবাহ, বাবলু, সাইফ উদ্দিন, শাকিবুর রহমান মেরাজ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক।

যাযাদি/ এসএম