ধামরাইয়ের সড়ক দুঘর্টনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা 

প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৯:০৪

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকার ধামরাইয়ে বেসরকারি এনজিও সংস্থা এসডিআইয়ের  আশুলিয়ার জিরানী শাখার ম্যানেজার আলী আজগর সড়ক দুঘর্টনায় নিহত হওয়ায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সামছুল হক তার পরিবারের হাতে প্রতিষ্ঠানের বিধান অনুয়ারী বেনিফিট সহায়তা হিসেবে ৮৫ লাখ ৯৫ হাজার ১৯৮ টাকার চেক প্রদান করা হয়। 

শুক্রবার বিকেলে সুতিপাড়া এফটিসি হলরুমে নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ছেলে রবিউল ফয়সালের এ চেক প্রদান করেন তিনি। এ সময় নিহত আলী আজগরের মা বাবা ভাই মেয়েসহ এসডিআইয়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সামছুল হক জানান, আমাদের এ প্রতিষ্ঠানের বিধি অনুয়ারী তাকে বেনিফিট আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তিনি এই প্রতিষ্ঠানে ২২ বছর ১১ দিন কর্মরত ছিলেন। তার কর্মজীবনে তিনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি। সব সময় নিহতের এই পরিবারের পাশে থাকবেন বলে জানান তিনি।

যাযাদি/ এসএম