মির্জাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৯:৩২

পটুয়াখালীর মির্জাগঞ্জের মির্জাগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - মির্জাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার (৪৫), মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ তুহিন হাওলাদার (৩৫) এবং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম নেছার (২৫)।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় (মামলা নং -৭) মোঃ আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার (৪৫) ও মোঃ তুহিন হাওলাদার (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম নেছার (২৫) ২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়ী বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
যাযাদি/ এসএম