বাসাইলে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার
প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৯:৩৪

টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) ভোরে বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া ছয়আনীপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে ও কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাহাদুর, বাসাইল পৌরসভার বর্নিকিশোরী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তায়েবুর রহমান ওরফে তুলা মিয়া এবং উপজেলার পূর্বপৌলীর বিলপাড়ার এলাকার লাল মিয়ার ছেলে ও কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ মিয়া।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইনশৃংখলা বিঘœকারী দ্রæত বিচার আইনে একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।’
যাযাদি/ এসএম