রাজবাড়ীতে আওয়ামী লীগ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৯:৪২

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ, পাংশা, রাজবাড়ী সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী ২নং বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে ও আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রাজবাড়ী জেলা শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার খন্দকার আবদুল ওহাবের ছেলে ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হাসান (৩৮), পাংশা উপজেলার তত্তিপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে ও পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম মিয়া , গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলপাড়ার আমজাদ মন্ডলের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম মন্ডল (২৭)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আজ রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’
যাযাদি/ এসএম