সরাইলে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৯:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে আমগাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া উত্তর পাড়ার বাসিন্দা হাজী মঞ্জুর আলীর ছেলে মো. নজরুল ইসলাম(৪৫) মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, নজরুল ইসলাম আজ দুপুরে আমগাছে আম পাড়তে গিয়ে গাছ থেকে বাড়ির নলকূপের লোহার উপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন নিহতের খালাতো ভাই রানীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার। অরুয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফ মিয়া জানান, নজরুল আম গাছের সরু ডাল ভেঙে বাড়ির নলকূপের উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
যাযাদি/ এসএম