নাচোলে আ.লীগ সভাপতিসহ আটক ৫
প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৯:৪৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশনে অভিযান চালিয়ে নাচোল পৌর আ'লীগ সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ ৫ জনকে বিভিন্ন মামলায় আটক করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান , নাচোল পৌর আ'লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিফ হোসেন, নাচোল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটনের ছেলে রনি আহম্মেদ ও আজিপুর গ্রামের আ'লীগ নেতা সফিকুল ইসলাম। তারা
বিভিন্ন মামলার পলাতক আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৮ মে গভীর রাতে আসামীদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে শুক্রবার ৯ মে জেলহাজতে পাঠানো হয়েছে।
যাযাদি/ এসএম