টঙ্গীতে বিক্ষোভ মিছিল
প্রকাশ | ০৯ মে ২০২৫, ২০:৪৬

আমেরিকা ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাসরত মনিকা ইসলাম (খাদিজা'র) পরিকল্পিত ভাবে হত্যাকারী রাশেদুল ইসলাম সোহেল (স্বামী) ও তার ছোট ভাই শহিদুল ইসলাম শহিদ (দেবর) এর ফাঁসির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেছে টঙ্গীর গাজীপুরা এলাকাবাসী।
শুক্রবার দুপুর ২টার সময় গাজীপুরা সুমন মার্কেট থেকে রাশেদুল ইসলাম সোহেল ও শহিদুল ইসলাম শহিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গাজীপুরার বেশ কয়েকটি সড়ক পদক্ষিন করে ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয়।
সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলাম সোহেল ও শহিদুল ইসলাম শহিদ মিলে মনিকা ইসলাম (খাদিজা)-কে হত্যার পরিকল্পনা করে এবং আমেরিকা ফ্লোরিডায় বসবাসরত অবস্থায় মনিকা ইসলাম (খাদিজা)-কে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পিস্তল দেখিয়ে তাকে মৃত্যু হুমকি প্রদান করে। এব্যাপারে গত ৩১ ডিসেম্বর ২০২৪ইং তারিখে মনিকা ইসলাম (খাদিজা) পূর্বেই আমেরিকায় একটি জিডি করে রাখেন, তাহার নম্বর: EPD E25050140 এরিএকপর্যায়ে গত ২ এপ্রিল ২০২৫ইং তারিখে মনিকা ইসলাম (খাদিজা) কে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেবর শহীদুল ইসলাম শহিদ ডেকে নিয়ে গুলি করে হত্যা করে । হত্যাকান্ডের দিন অর্থাৎ ২ এপ্রিল ২০২৫ইং তারিখে আমেরিকার একটি থানায় তার মেয়ে একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নম্বর E24122179। খাদিজা হত্যা মামলায় তার দেবর শহিদুল ইসলাম শহীদ কে আমেরিকা পুলিশ গ্রেফতার করে। এরপর স্বামী রাশেদুল ইসলাম সোহেল গোপনে বাংলাদেশে চলে আসেন।
এসময় বিক্ষোভকারীরা জানান, রাসেদুল ইসলাম সোহেল বর্তমানে বাংলাদেশে আত্মগোপনে আছে। তার আপন ভাগ্নীর সাথে অনৈতিক সম্পর্কের কারণেই খাদিজাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানিয়েছেন খাদিজার স্বজনরা । এসময় আন্দোলনকারীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। সেই সাথে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারানো রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী, রেনেস সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি ও গাজীপুরা স্টুডেন্ট ক্লাবের প্রধান উপদেষ্টা সোলাইমান হোসাইন, নজরুল ইসলাম, আইয়ুব আলী, আসমা বেগম, নাসিমা বেগম, মুন্নি আক্তার, জিসান গাজী, সামিনুর রশিদ সুমন প্রমুখ।
যাযাদি/ এসএম