মিঠাপুকুরে গভীর রাতে ইউপি সদস্যের গোডাউনে আগুন
প্রকাশ | ১০ মে ২০২৫, ১২:২২ | আপডেট: ১০ মে ২০২৫, ১২:২৩

রংপুরের মিঠাপুকুরে গভীর রাতে সাবেক এক ইউপি সদস্যের বাড়ি সংলগ্ন একটি গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গোডাউন সহ গোডাউনের ভিতরের মামলার এবং ইউপি সদস্যদের বাড়ির একাংশ পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য।
বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এতে দুটি গোডাউন ঘর সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি ভুক্তভোগী ইউপি সদস্যের।
প্রত্যক্ষদর্শীয় স্থানীয়রা জানান, উপজেলার রানীপুকুর ইউনিয়নের হরনারায়পুর গ্রামে সাবেক ইউপি সদস্য মিজানুর মেম্বারের বাড়ি সংলগ্ন টিনসেডের একটি আধাপাকা গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মেম্বারের পরিবারের লোকজনের চিৎকারে ঘুমন্ত লোকজন ছুটে গিয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখায় মূহুর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। পরে মিঠাপুকুর ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ততোক্ষণে পুড়ে সব শেষ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা হারুন বলেন, গতবছরের একই দিনে আমার একটি খড়ের গাদায় আগুন লাগায় দুষ্কৃতিকারীরা। হয়তোবা একই ব্যক্তি আবারো এই কাজ করেছে।
ইউপি সদস্য মিজানুর মেম্বার জানান, গোডাউনের পাশাপাশি আমার বাড়ির একটি ঘরের আংশিক ক্ষতি হয়। গোডাউনের ভিতরে আলু ছিলো। কোনোকিছু বের করা সম্ভব হয়নি। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছিনা। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর, মশিউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
যাযাদি/ এসএম