ঈদগাঁওয়ে কবিগুরুর জম্মবার্ষিকী পালিত

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৩:৩৮

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জম্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঊষা আর্টস ইনস্টিটিউটের উদ্যোগে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে। 

১০ মে ( শনিবার) সকালে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊষা'র  প্রধান নির্বাহী কবি ও সাংবাদিক কাফি আনোয়ার।

লেখক ও গবেষক আজাদ মনছুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কবি ও ছড়াকার নাসির উদ্দীন।

অনন্যদের মধ্য পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, কবি ও শিক্ষক জাহাঙ্গীর মোহাম্মদ, শিল্পী ও শিক্ষক নুর মোহাম্মদ,  কবি নাসের ভুট্রো, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দীন, শিক্ষক মনছুর আলমসহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকেরা  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে রবিন্দ্র জয়ন্তী সংখ্যা কিচিমিচি'র স্মারক উন্মোচন করা হয়। পরে রঙতুলিতে কবিগুরুর প্রতিকৃতি অঙ্কন, কবিতা পাঠ, রাবিন্দ্র পাঠ ও গান পরিবেশন করা হয়। 


যাযাদি/আর