দাগনভূঞায় রাতভর অভিযান

ফসলি জমির মাটি কাটা বন্ধে পিকআপ জব্দ

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৪:০২

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাঝে। ছবি: যায়যায়দিন।

ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমি রক্ষায় ৯ মে বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত রামনগর ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয় এবং ঘটনাস্থলে থাকা ২টি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি।

তিনি আরও বলেন, ফসলি জমির মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

স্থানীয়রা জানান, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছে। প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।