খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৪:৫১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা। ছবি: যায়যায়দিন

চুনারুঘাট ব্যবসায়ী আব্দুল হাই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সন্ত্রাসীদের হাতে দিন দুপুরে নিহত গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল হাই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানানো হয়।

১০মে শনিবার সকালে চুনারুঘাট  পৌর শহরের মধ্যবাজারে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামী'র সাধারণ সম্পাদক মীর সাহেব আলী,সাবেক জেলা শিবির নেতা সিরাজুল ইসলাম কাজল,মাওলানা শফিকুর রহমান আজাদী,মাওলানা জুনাইদ, নুহ মিয়া, আ. কাইয়ূম মাষ্টার, নিহতের ছোট ভাই ক্বারী আ. হেকিম ও তার ভাতিজা মো. সোহেল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশ হত্যাকাণ্ডের পর থেকে তাদেরকে কোন ধরনের সহযোগিতা করেনি। এমনকি আসামি ধরতে বারবার পুলিশকে তথ্য দিয়ে অনুরোধ করলেও তারা অপারগতা পকাশ করেন।

তদন্তকারী কর্মকর্তা সজল চন্দ্র তাদেরকে উল্টো দোষারোপ করেন এবং তাদের সাথে খারাপ আচরণ করেন। তারা বলেন আসামিরা দিন দুপুরে হত্যাকান্ড ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

পুলিশ আসামি ধরা তো দূরের কথা, আসামিদের সম্পদ রক্ষায় সমন্বয় করছে  এমন অভিযোগ রয়েছে। বক্তাগণ পুলিশের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবেন। 

উল্লেখ্য গত ১৯ এপ্রিল শনিবার দিন দুপুরে চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল হাই কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।