মুন্সীগঞ্জে পিকনিকের লঞ্চে দুই নারীকে প্রাকাশ্যে মারপিট
প্রকাশ | ১০ মে ২০২৫, ১৫:২৬

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিক পার্টির লোকজনের জনের ওপর আক্রমণ চালায়। এতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় পিকনিক আসা নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে এক যুবক বেল্ট দিয়ে প্রাকাশ্য পিটিয়েছে। এসময় লঞ্চ ঘাটে উপস্থিত লোকজনের উল্লাস করতে দেখা যায়। শনিবার (১০ মে) পুলিশ ওই যুবকে গ্রেফতার করেছে। যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ(২৫)। বাড়ি শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উঠতি বয়সী ৩০০-৪০০ ছেলে-মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন লঞ্চ ভাড়া করে। কিছু ছেলে-মেয়েরা লঞ্চের ছাদে গান-বাজনা ও নাচ করে। সদর ঘাট থেকে রওনা হয়ে চাঁদপুর মোহনপুর ঘুরে লঞ্চটি আবার ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ৭ টায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থামায়।
ঘাটে থাকা ৫০-৬০ জন স্থানীয় লোকজন লঞ্চটিতে উঠলে পিকনিকের ছেলে-মেয়েদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়েদের হেনস্তা ও মারপিট করে। এই সময় লাঠিসোটা নিয়ে লঞ্চে ভাংচুর চলায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সন্ধ্যার নাশতা কেনার জন্য ৮ থেকে ১০ জন যাত্রী লঞ্চ থেকে পন্টুনে নামে। সেখানে থাকা স্থানীয়রা মাদকসেবী সন্দেহে তাদের পিছু নিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করলে লঞ্চের ম্যানেজার মো. শফিক তাদের প্রবেশে বাধা দেয়। এতে উত্তেজিত লোকজন জড়ো হয়ে লঞ্চে ঢুকে ভাঙচুর, লুট ও যাত্রীদের মারপিট করে। পরে খবর পেয়ে নৌপুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা কমে আসে। তবে ভুক্তভুগিরা এখনো কোন অভিযোগ করেনি। তারা জানিয়েছে আজ অভিযোগ করবে।