বারহাট্টায় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভা

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৬:০৭

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায়  জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।

 শনিবার (১০ মে) সকালে  বারহাট্টা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে  আলোচনা সভা,শিক্ষামূলক  সাংস্কৃতিক অনুষ্টান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।এসময় বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন সহ  শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।