চৌহালীতে  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৬:১৫

চৌহালী  (সিরাজগন্জ) প্রতিনিধি
ইউএনও মো. মোস্তাফিজুর রহমান  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন । ছবি: যায়যায়দিন

ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও চিত্রাংকন প্রতিযোগিতা   অনুষ্ঠিত হয়েছে।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে, শনিবার ১০ মে,সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির হলরুমে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান বাস্তবায়নে ছিলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং সহযোগিতায় ছিলো উপজেলা প্রশাসন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। 

তাছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন, বিশেষ অতিথি চৌহালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান মিয়া, জাহাঙ্গীর আলম। শিক্ষক মশিউর রহমান, মোকাদ্দেছ আলী, ফিরোজ শাহ প্রমুখ। 

পরিশেষে  কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতের সুন্দর লেখা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এদিকে  সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান অব্যাহত রাখতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।