লৌহজংয়ে আ.লীগ নিষিদ্ধের দবিতে ব্লকেড কর্মসূচি পালিত
প্রকাশ | ১০ মে ২০২৫, ১৬:২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করন দবিসহ ৩ দফা দাবিতে পদ্মা সেতু উত্তরে ব্লকেড কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া এ কর্মসূচী চলাকালীন সময় যান চলাচল স্বাভাবিক ছিলো।
শনিবার (১০ মে) সকালে ‘ছাত্র জনতা’র ব্যানারে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন লৌহজং এলাকায় আয়োজিত বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী যোগ দেন। এসময় তিন দফা দাবি জানিয়ে বক্তারা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান।
অবরোধে অংশ নেন সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ ও শ্রীনগর সরকারি কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রনেতা শিহান, সোলাইমান, ইমন মাহমুদ, আরাফাত প্রিতম ও অবন্তিকা দাস।
তিন দফা দাবির মধ্যে ছিলো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, খুনীদের বিচার নিশ্চিত করা, “জুলাই সনদ” বাস্তবায়নে সরকারের রোডম্যাপ প্রকাশ।
এসময় বক্তারা বলেন, “এই দাবি জনগণের দাবি। সরকার যদি এগুলো না মানে, তাহলে পুরো পদ্মাসেতু অচল করে দেওয়া হবে।” তারা আরও বলেন, “আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র হরণ করেছে, প্রাণ কেড়ে নিয়েছে।”
বিক্ষোভকারীরা সরকারের দায়িত্বহীনতা নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলেন।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ও উপদেষ্টা আসিফ নজরুলের পদে বহাল থাকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বক্তাদের দাবি, “দেশের সঙ্কটময় মুহূর্তে দোষীদের বিচার না করে পুরনো চরিত্রদের দিয়ে সরকার চক্রান্ত করছে।” আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দ্রুত অপসারণেরও দাবি জানান বক্তারা।
অবরোধ চলাকালে প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে কোনো সহিংস ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেন।
তাদের দাবি না মানা হলে সারা দেশে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা জানান।