গোবিন্দগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৬:২৪

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখছেন। ছবি: যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ  হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর শামছুল আলমের সঞ্চালনায়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু সুফিয়ান, আব্দুর রউফ, চয়নিকা খাতুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  প্রধান শিক্ষক মির্জা মো. শওকত জ্জামান প্রধান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি প্রধান শিক্ষক  রুহুল আমিন জুয়েল।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শাহনুর ইসলাম, জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম, সহকারী শিক্ষক আফসানা আফরোজ,  আক্তারুজ্জামান ফারুক প্রমুখ।

বক্তারা প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।