পরশুরামে জেলা যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
প্রকাশ | ১০ মে ২০২৫, ১৬:৩১

ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় ফেনী জেলার যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সভাপতি লোকমান হোসেন রিটুকে গ্রেফতার করেছে পরশুরাম থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নিজকালিকাপুর গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ভগ্নিপতি। রিটু উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা।
এছাড়াও পরশুরাম থানার পুলিশ চিথলিয়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার আজাদসহ ডিপটি নামের স্থানীয় এক আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।