শেরপুরে আওয়ামী লীগ নেতা শামসুর রহমান গ্রেপ্তার

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৬:৫০

শেরপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল (৬৫) কে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।

শুক্রবার (৯ মে ) ভোর রাতে নকলা পৌরসভার জালালপুর মহল্লার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। শামসুর রহমান আবুল গণপদ্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় বারইকান্দি গ্রামের মৃত মৌলভী আতাউর রহমানের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতার হওয়া গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও আদালতে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।