আত্রাইয়ে ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য গোলঘর নির্মাণ
প্রকাশ | ১০ মে ২০২৫, ১৭:০৬

আত্রাই উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সুবিধার্থে একটি গোল ঘর নির্মাণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ভূমি অফিসে আসা সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এই ঘরের দেওয়ালে লেখা বার্তা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। "হোক না আমার ছোট্ট ঘর-আমি দেব ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল।"
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন বলেন, "সেবাগ্রহীতাদের সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই গোল ঘর নির্মাণ করা হয়েছে।
এটি ভূমি অফিসে আসা মানুষের জন্য অপেক্ষার সময়কে আরও সহজ করবে। আমরা জনসেবাকে আরও সহজলভ্য করতে নিরন্তর কাজ করে যাচ্ছি।"
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি সেবাকে আরও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গোল ঘরটি নির্মাণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।