চান্দিনায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
প্রকাশ | ১০ মে ২০২৫, ১৭:৫২

আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায়, বাগুর বাস স্টেশনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
শনিবার (১০ মে) সকাল দশটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা বলেন দ্রুত আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে বলে হুশিয়ার দেন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা জেলা যুগ্ন আহবায়ক ও চান্দিনা উপজেলার আহবায়ক আবুল কাশেম অভি, সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ইমতিয়াজ, গাজী আলাউদ্দিন, ইউনুস, জাহিদ হাসান সবুজ,মাহমুদ মুন্সি, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।