এনসিপি কর্মীদের উপর হামলা ফের হামলা

রূপগঞ্জে হামলা ভাংচুর ঘটনায় থানায় অভিযোগ

প্রকাশ | ১০ মে ২০২৫, ১৭:৪৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
চিকিৎসাধীন অবস্খায় হাসপাতালো। ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মাসাবো এলাকায় পূর্বশত্রুতার জেরে  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মী আসিবুল হাসানের উপর হামলা ও তার মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ফের সন্ত্রাসীরা এনসিপি কর্মীদের উপর হামলা চালায়।

৯ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার আশরাফের চায়ের দোকানে (এনসিপি) কর্মী আসিবুল হাসান ও মোহন মিয়াকে স্থানীয় সন্ত্রাস আল ইসলামের নেতৃত্বে ১২/১৩ সদস্যের একদল সন্ত্রাস দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে।

এসময় সন্ত্রাসীরা মোহনের কাছে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং তার ব্যবহৃত স্মার্ট মোবাইল লুটে নেয়। তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  নিয়ে যায়। 

 এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মী মোঃ মোহন মিয়া বাদী হয়ে দক্ষিণ মাসাবো এলাকার রফিক ভুইয়ার ছেলে আল ইসলাম (৩৮), আলম (৩৫), দ্বীন ইসলাম (৪৫), আসলাম (৫০), আসলাম মিয়ার ছেলে শিশির (২০), একই এলাকার নাছিমা (৩০), বাবুল (৩৮),  মিজানসহ (৪০) অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে  রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে বিগত ছয় মাস পূর্বে উপজেলার তারাবো পৌরসভার মাসাবো এলাকার আল আমিন খানের নির্মিত বিল্ডিং এর কাজ কন্টাক্ট না দেওয়ার কারণে গত ৭ মে এরই জেরে আল আমিন খানের ছেলে জাতীয় নাগরিক পার্টির কর্মী মোঃ আসিবুল হাসানকে মটরসাইকেট যোগে যাওয়ার সময় দক্ষিণ মাসাবো এলাকার  আল ইসলামের মুদি দোকানের সামনে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এতে আসিবুল হাসান প্রতিবাদ করলে একই এলাকার  আব্দুর রফিকের ছেলে আল ইসলাম, আসলাম, একই এলাকার বাবুল, নিজামসহ অজ্ঞাত ৯/১০ সদস্যের এক দল সন্ত্রাসীরা তাকে এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে।

এসময় তার মোঃ আসিবুল হাসানের ব্যবহৃত মটর সাইকেল ভাংচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় মোঃ আসিবুল হাসান বাদী হয়ে আল-ইসলামসহ ৪ জন নামীয় ও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। 

এ ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ অঞ্চল তত্ত্বাবধায়ক শওকত আলী বলেন, আমাদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি । 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে