সাঘাটায় ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতে আলোচনা সভা
প্রকাশ | ১০ মে ২০২৫, ১৮:২৯

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ভরতখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালুচর ঈদগাঁ মাঠে জনসাধারণের সাথে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক,জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাতিত্বে বক্তব্য রাখেন,সিনিয়র যুগ্ম-আহবায়ক মঈন প্রধান লাবু,যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম আজাদ,যুগ্ন-আহবায়ক এনামুল হক শিল্পী মন্ডল, জেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন রহমান, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রানা, যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহিন, ফুলছড়ি উপজেলার সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল প্রমুখ।