টুঙ্গিপাড়ায় সরকারি জলাভূমির উন্মুক্ত ডাক অনুষ্ঠিত 

প্রকাশ | ১১ মে ২০২৫, ১৩:৩৬ | আপডেট: ১১ মে ২০২৫, ১৪:৫১

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪নং পাটগাতি ইউনিয়ন পরিষদের আওতাধীন ২০৪ একর সরকারি জলাভূমির উন্মুক্ত ডাক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনুল হকের সভাপতিত্বে পাটগাতি ইউনিয়ন পরিষদ চত্বরে এই ডাক কার্যক্রম পরিচালিত হয়। এতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুবাষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাকে অংশগ্রহণকারী ৩৪ জন ব্যক্তি সরকারি নির্ধারিত রেট ১ লাখ ৭১ হাজার ৩০০ টাকা জমা দিয়ে ডাকের জন্য আবেদন করেন। সরকার নির্ধারিত ডাকছিল ৫ লাখ ৭১ হাজার ৩০০ টাকা, ডাকের সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন উপজেলার পাটগাতি গ্রামের রাকিব শেখ, যিনি ৩৮ লাখ ৩২ হাজার টাকা দর প্রদান করেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হাফিজুর ফকির ৩৮ লাখ ৩০ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ দরদাতা শামসুল হক শেখ ৩০ লাখ টাকা দর প্রদান করেন। চতুর্থ সর্বোচ্চ দরদাতা ছিলেন রাসেল শেখ।

নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা রাকিব শেখকে আগামী ৮ কার্য দিবসের মধ্যে মোট দরদামের ৮৫% অর্থাৎ ৩২ লাখ ৫৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে ব্যর্থ হন, তবে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হাফিজুর ফকির, তৃতীয় সর্বোচ্চ দরদাতা শামসুল হক শেখ এবং চতুর্থ সর্বোচ্চ দরদাতা রাসেল শেখ পর্যায়ক্রমে ডাক গ্রহণের সুযোগ পাবেন।

এই উন্মুক্ত ডাক প্রক্রিয়ার মাধ্যমে সরকারি জলাভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

যাযাদি/ এসএম