ফকিরহাটে গাছ থেকে পড়ে মৃত্যু

প্রকাশ | ১১ মে ২০২৫, ১৫:৩২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
মৃত ব্যক্তির পাশে জনতার একাংশ। ছবি: যায়যায়দিন

বাগেরহাটের ফকিরহাটে আমগাছ থেকে পড়ে এক কাঁচামাল বিক্রেতার মৃত্যু হয়েছে। উপজেলা আট্টাকী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাদিয়ার শেখ (৫৩) বাগেরহাট সদর যাত্রাপুরের আফরা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে। তিনি বিভিন্ন এলাকা থেকে গাছের ফল ও সবজি ক্রয় করে ফকিরহাট বাজারে বিক্রি করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১১ মে) সকাল ১০টার দিকে হাদিয়ার শেখ আট্টাকী ঘোষপাড়ার আশুতোষ ঘেষের আমগাছ থেকে আম পাড়ার সময় হঠাৎ গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনর করেন। পরে হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে এ কর্মকর্তা জানান