পলাতক আসামী ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩
প্রকাশ | ১১ মে ২০২৫, ১৬:৪৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই পলাতক আসামী সহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, শনিবার ১০ মে রাতে ধনবাড়ী থানার এ এস আই মো. রায়হান আলী মোল্লা সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ছাত্রলীগ কর্মী রাশেদ লিটু সহ মোট তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে রবিবার ১১ মে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী আসামী রাশেদ লিটু (২৭) উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী গাজীবাড়ীর আনোয়ার হোসেনের ছেলে।
অপর আসামীরা হলেন উপজেলার হাজরাবাড়ী গ্রামের কানাই রাজভর এর ছেলে শ্রী জনী রাজভর (৩০), চালাষ পশ্চিম পাড়ার আলমগীর হোসেন(২৫)।
ধনবাড়ী থানা এলাকা কে অপরাধমুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।