মৌলভীবাজারের মনূ নদে ভ্রাম্যমাণ আদালত

বালু উত্তোলনের দায়ে দুইজনের ১ মাসের জেল

প্রকাশ | ১১ মে ২০২৫, ১৬:১১

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার
মৌলভীবাজারের মনু নদী । ছবি: যায়যায়দিন

মৌলভীবাজারের মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সদর উপজেলা মনূ নদের কামালপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে তাৎক্ষনিক ওই দুজনকে এ সাজা দেওয়া হয়।

মনূ নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।

আটকৃত রুহেল মিয়া ও সোহেল মিয়া আপন দুই ভাই। তারা সিলেটের ওসমানী নগর উপজেলার আব্দুস শহিদের পুত্র। 

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, ওই জায়গায় রাতের বেলা অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।  আজ বালু তোলা হচ্ছে এমন খবর পেয়ে সরেজমিনে গিয়ে ওই দুজনকে পেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বালু তোলার ড্রেজার মেশিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজার মেশিনও আনতে গিয়েছিলাম, দুই ইজারাদার জেলা প্রশাসকের কাছে গিয়ে বলছেন মেশিন তাদের। এখন তিনি যে সিদ্ধান্ত দেবেন মেশিনের বিষয় সেটি আপনাদের জানাতে পারবো।