শ্রীপুরে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা
প্রকাশ | ১১ মে ২০২৫, ১৭:৩৩ | আপডেট: ১১ মে ২০২৫, ১৭:৪৮

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র জয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
রোববার (১১ মে) দুপুরের দিকে নিহত জয়ের কবর জিয়ারত করে দোয়ায় শরিক হন বিএনপির এই নেতা। পরে নিহত জয়ের পরিবারের সদস্যদের সাথে খোঁজ খবর নেন।
এসময় কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন,'প্রকাশ্যে দিবালোকে একজন কিশোর শিক্ষার্থীকে এভাবে ছুরি মেরে হত্যার ঘটনা যা মেনে নেওয়া যাচ্ছে না। প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করুন।
একমাত্র ছেলে হারানোর শোক যে একটা মা-বাবার জন্য কতোটা যন্ত্রণাদায়ক তা এই পরিবারের কাছে না গেলে বুঝা যাবে না। বেগম খালেদা জিয়ার জীবনেও তাঁর সন্তানদের ফ্যাসিবাদ সরকার নির্যাতন করেছে। একজনকে হারিয়েছেনও। মা-বাবা বেঁচে থাকার সময় সন্তান মারা গেলে তিনি সেটা অনুভব করেন।'
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী, পৌর বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা,জেলা যুবদলের সদস্য লিয়াকত আলী, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কতুব উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদুর রহমান সোহেল ফকির, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি সফির উদ্দিন সফু, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল সরকার, পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাহাদ প্রমূখ।
প্রসঙ্গত, গত ৯ মে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের সরকার মার্কেট এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় জয় নামের ওই শিক্ষার্থীকে। স্কুলছাত্র জয় হাসান (১৬) লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ও শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।