শ্রমিক মজুরি দ্বিগুনে কৃষকের মাথায় হাত

প্রকাশ | ১১ মে ২০২৫, ১৭:৪৮

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কৃষি মৌসুম শুরু হতেই শ্রমিক সংকট এবং মজুরি বৃদ্ধি নিয়ে হিমশিম খাচ্ছেন দেশের কৃষকরা। 
গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে এ বছর কৃষিকাজে শ্রমিকের মজুরি, যা উৎপাদন খরচে চরম চাপ সৃষ্টি করেছে।

লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় ভুট্টা চাষ এখন একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলেও চলতি মৌসুমে শ্রমিক মজুরি দ্বিগুণ হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকেই।

পাটগ্রাম উপজেলার কৃষক শহিদুল ইসলাম জানান, গত বছর যেখানে একজন শ্রমিককে দৈনিক ৫০০ টাকা মজুরি দিতে হয়েছে, এ বছর সেখানে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। 

তিনি আরও বলেন, অনেক সময় শ্রমিক পাওয়াও কঠিন হয়ে পড়ছে। 
প্রতি বিঘা জমিতে ভুট্টা তুলতে এখন ৮ থেকে ১০ জন শ্রমিক লাগে। 
মজুরি বেড়ে যাওয়ায় শুধু শ্রমিক খরচেই উৎপাদন খরচের বড় একটা অংশ চলে যাচ্ছে। 
বাজারে দাম ভালো না পেলে লোকসান হবেই।

কৃষি বিশেষজ্ঞদের মতে, শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও ভর্তুকি বাড়ানো এখন সময়ের দাবি। 
এ ছাড়া কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত না হলে ভবিষ্যতে ভুট্টা চাষে আগ্রহ হারাতে পারেন অনেকেই।

অর্থনীতিবিদরা বলছেন, কৃষির টেকসই উন্নয়নের জন্য মজুরির ভারসাম্য, যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।

যাযাদি/এল