১০০ বোতল ফেনসিডিলসহ আটক ১
প্রকাশ | ১১ মে ২০২৫, ১৮:২৪ | আপডেট: ১১ মে ২০২৫, ১৮:৩২

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে করে ১০০ বোতল ফেনসিডিলসহ মাসুদ রানা নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বুলু মিয়া, এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্স সহ রোববার ( ১১মে) দুপুর অনুমান সাড়ে ১২ টায় ফুলবাড়ি থানার লক্ষ্মীপুর শিবমন্দির এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মো. মাসুদ রানা (৩৮) কে গ্রেফতার করেছে।
আটক মাদক কারবারি মো. মাসুদ রানা ফুলবাড়ী থানার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মো. রজব আলী ছেলে।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল জানান ধৃত মাসুদ রানা সীমান্তবর্তী এলাকায় বাসিন্দা হওয়ায় সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে।
আসামীর বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।