সরোবরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশ | ১১ মে ২০২৫, ১৮:৪৫

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি: প্রতিকী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরম থেকে বাঁচতে বর্ধনকুঠি সরোবরে গোসল করতে গিয়ে শাওন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রবিবার বেলা ৩টার দিকে এঘটনা ঘটে। নিহত শাওন পৌর এলাকার সোনার পাড়া মহল্লার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে সবার অজান্তে শাওন মিয়া তার ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় নিখোঁজ হয়।

খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।