চৌহালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ 

প্রকাশ | ১২ মে ২০২৫, ১০:৫৭

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সিরাজগঞ্জের চৌহালীতে  চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ১০ টি চায়না দুয়ারী  প্রায় ৪০০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারী আটক করে ভস্মীভূত করেছে। উপজেলা প্রশাসন। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা। 

রোববার  (১১ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে প্রায়  চার ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে নিষিদ্ব চায়না দুয়ারী জাল আটক করে ও জাল গুলো  জনসম্মুখে ভস্মীভূত করা হয়।

এদিকে নদীর সামগ্রিক ইকোসিস্টেমের জন্য মারাত্মক ক্ষতিকারক এই চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যাযাদি/ এসএম