শায়েস্তাগঞ্জে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ | ১২ মে ২০২৫, ১২:২০

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

 হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের লকির মিয়া তালুকদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের  বন ও পরিবেশ সম্পাদক শাহজাহান তালুকদার (৫৮) এবং  দাউদনগর গ্রামের আজিজুর রহমানের ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান জীবন (৩২)।  

রোববার (১১ মে) দিনগত রাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন- দুপুরে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শনিবার দিনগত রাত থেকে রোববার ভোর সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  


যাযাদি/আর