আত্রাইয়ে ইউপি সদস্য আবুল কালাম গ্রেপ্তার

প্রকাশ | ১২ মে ২০২৫, ১৪:৪০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আবুল কালাম আজাদ

নওগাঁর আত্রাই থানা পুলিশ স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৬১) গ্রেপ্তার করেছে।

 তিনি উপজেলার পাঁচুপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগষ্টের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে গত রোববার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আত্রাই থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। (১২ মে) সোমবার তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।


যাযাদি/ এসএম